এনডিটিভি প্রধানের বাড়িতে সিবিআই তল্লাশি
আইসিআইসিআই ব্যাংকের আর্থিক ক্ষতির ঘটনায় ভারতের প্রথম সারির টেলিভিশন নিউজ চ্যানেল এনডিটিভির প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রণয় রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
ওই ব্যাংকের আর্থিক ক্ষতির নেপথ্যে প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা রয়েছেন বলে অভিযোগ। যদিও চ্যানেলের পক্ষ থেকে এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে। চ্যানল জানিয়েছে, তারা এর বিরুদ্ধে লড়াই চালাবে।
এছাড়াও এই ঘটনায় দিল্লি ও দেরাদুনের বিভিন্ন অংশে তল্লাশি চালায় সিবিআই। সিবিআইয়ের কাছে অভিয়োগ রয়েছে, যে প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা রায়, একটি প্রাইভেট সংস্থা ও আরও অনেকে মিলে আইসিআইসিআই ব্যাংকের ৪৮ কোটি টাকার ক্ষতি করেছে।
ধারণা করা হচ্ছে, ওই টাকা অভিযুক্তরা অন্য কোথাও ট্রান্সফার করেছে।
এনডিটিভির সঙ্গে জড়িত এই ঘটনাই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে নোটিশ জারি করা হয় এই চ্যানেলের বিরুদ্ধে, তখন অভিযোগ ছিল দেশটির ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন তারা লঙ্ঘন করেছে।
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা