লন্ডন ব্রিজে গাড়ির ধাক্কায় কয়েক পথচারী আহত
যুক্তরাজ্যের লন্ডন শহরের প্রাণকেন্দ্রে লন্ডন ব্রিজে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। এতে কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি।
রোববার বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে লন্ডন ব্রিজে সাদা রঙের একটি গাড়ি পথচারীদের ধাক্কায় দেয়। এ ঘটনার পরপরই ব্রিজটি বন্ধ করে দেয় পুলিশ। খবর: বিবিসি ও মিররের।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০ কিলোমিটার গতিতে আসা ওই গাড়িটি হঠাৎ করেই পথচারীদের ধাক্কা দিয়ে বসে। এতে পথচারীরা আহত হন। ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকায় তদারকি শুরু করে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা ব্রিজের ঘটনাটি খতিয়ে দেখছে। দুর্ঘটনার কারণে ব্রিজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছ।
এ ঘটনায় দৃষ্টি রাখছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ও লন্ডনের মেয়র সাদিক খান।
এসআর