ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৩০ বছর জেল খাটার পর নির্দোষ প্রমাণিত

প্রকাশিত: ০৭:১১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

এক কিশোরীকে ধর্ষণ ও খুনের দায়ে ৩০ বছর জেল খাটার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন দুই ভাই। ঘটনাটি ঘটেছে  যুক্তরাষ্ট্রে। ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাদের তাৎক্ষণিকভাবে মুক্তি দেয়া হয়। খবর-বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হেনরি ম্যাককুলাম (৫০) ও লিওন ব্রাউন (৪৬) নামে ঐ দুই ভাই ১৯৮৪ সালে উত্তর ক্যারোলিনায় ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত হন।

সম্প্রতি ডিএনএ পরীক্ষায় দেখা যায়, এ ঘটনার সঙ্গে অন্য আরেক ব্যক্তি জড়িত যে একই ধরণের অপরাধের জন্য কারাগারে রয়েছেন।

নর্থ ক্যারোলিনা ইনোসেন্স ইনকোয়ারি কমিশনের উদ্যোগে এই ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় কমিশন দেখতে পায় ম্যককুলাম বা ব্রাউন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন।

ব্রাউনের আইনজীবী অ্যান কিরবি বলেছেন, এটি একটি বিয়োগান্তক মামলা। এটা শুধু ঐ দুই ব্যক্তির জীবনে চরম ক্ষতিই করেনি, নর্থ ক্যারলিনার বিচারব্যবস্থার ওপরও চরমভাবে আঘাত হেনেছে।

১৯৮৩ সালে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনার সময় ম্যককুলামের বয়স ১৯ বছর ও ব্রাউনের বয়স ১৫ বছর ছিল। ঘটনার কিছুদিন পর পুলিশ তাদের তুলে নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পুলিশের কাছে ছিল না। চাপে পড়ে তারা দোষ স্বীকার করেন।