একমাস থাকবে নেপালে ভূমিকম্পের `আফটার শক`
নেপালে মঙ্গলবার অনুভূত ভূমিকম্পের আফটার শক বজায় থাকতে পারে আগামী এক সপ্তাহ থেকে একমাস। এমন আশঙ্কার কথা জানিয়েছেন দিল্লি আবহাওয়া অফিসের ডিজি এলএস রাঠৌর।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৬৮ কিলোমিটার দূরে নামচি বাজার এলাকাই ছিল কম্পনের উৎসস্থল। এটি মাউন্ট এভারেস্টের খুব কাছের এলাকা।
ওই এলাকায় ১২ টা ৩৫ মিনিটে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর গত ২ ঘণ্টায় এখনও পর্যন্ত ৬ বার `আফটার শক` অনুভূত হয়েছে নেপালে। আগামী একমাস বজায় থাকবে নেপালে ভূমিকম্পের `আফটার শক`।
এই `আফটার শক` আরও বেশ কয়েকবার টের পাওয়া যাবে বলেই ভূবিজ্ঞানীরা জানিয়েছেন।
এসএইচএস/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস