ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে এক ব্যক্তির শিরচ্ছেদ

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১২ মে ২০১৫

সৌদি আরব মঙ্গলবার মাদক চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির শিরচ্ছেদ করেছে সৌদি সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি নাগরিক রাবি আল-সাইয়ারি’র সৌদি আরবে মাদক চোরাচালানের চেষ্টার দায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে।

এএফপির হিসাব মতে, এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ৮০ জনের শিরচ্ছেদ হলো। গত বছর দেশটিতে মোট ৮৭ জনের শিরচ্ছেদ করা হয়।

রাষ্ট্রাত্ত সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আসামিকে ইয়েমেন সীমান্তবর্তী নাজরান জেলায় শিরচ্ছেদ করা হয়। এমনেস্টি ইন্টান্যাশনালের হিসেব মতে সৌদি আরব ২০১৪ সালে বিশ্বের তিন শীর্ষ মৃত্যুদণ্ড বাস্তবায়নকারী দেশের অন্যতম।

এসকেডি/আরএস/আরআই