ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে তৃষ্ণার্ত ৪৪ শরণার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৮ এএম, ০২ জুন ২০১৭

আফ্রিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারায় শরণার্থীবাহী ট্রাক দুর্ঘটনায় আটকে পড়া তৃষ্ণার্ত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিন নবজাতক ও দুই শিশু রয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানায়, শরণার্থীদের মধ্যে বেঁচে যাওয়া ছয়জন নাইজারের একটি গ্রামে হেঁটে গিয়ে ৪৪ জনের মৃত্যুর বিষয়টি জানান।

নিহত শরণার্থীদের অধিকাংশই ঘানা ও নাইজেরিয়ার বাসিন্দা। তারা সাহারা পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার উদ্দেশে ঘর ছেড়েছিলেন।

নাইজারের বিলমা অঞ্চলের রেডক্রসের বিভাগীয় প্রধান লয়াল তাহের জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে সাহারা পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশে রওনা দেয়া শরণার্থীর সংখ্যা বেড়েই চলছে। এভাবে ইউরোপে পাড়ি দিয়ে প্রাণ হারিয়েছেন বহু শরণার্থী।

কেএ/এমএমএ/পিআর

আরও পড়ুন