সৌদিতে গাড়িবোমা বিস্ফোরণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর কাতিফে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার কাতিফ শহরে এই বিস্ফোরণ ঘটেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হলেও হতাহতের তথ্য জানানো হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-আরাবিয়া এক প্রতিবেদনে বিস্ফোরণের তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি এই টেলিভিশন।
স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া কাতিফের একটি এলাকায় ধোঁয়া উড়তে দেখেছেন তিনি। বিস্ফোরণস্থলে ঘিরে রেখেছে সৌদি পুলিশ।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে একটি গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে পুড়ে যাওয়া একটি মরদেহ বের করে আনা হচ্ছে। তবে এই ছবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুক্তি পেলেন ইরানে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী
- ২ হাইতির রাজধানীতে সংঘর্ষে ২৮ ‘সন্ত্রাসী’ নিহত
- ৩ যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
- ৪ কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
- ৫ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ