ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কিউবা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১১ মে ২০১৫

এক শতাব্দীরও বেশি সময় পর প্রথম কোনো ফরাসী প্রেসিডেন্ট হিসেবে ফ্রাঁসোয়া ওলাঁদে রোববার কমিউনিস্ট রাষ্ট্র কিউবা সফর করছেন। এছাড়া গত ডিসেম্বরে সম্পর্ক উন্নয়নে হাভানা ও ওয়াশিংটনের আকস্মিক ঘোষণার পর পশ্চিমা দেশের নেতা হিসেবেও প্রথম কিউবা সফর করছেন ওলাঁদে।

হাভানার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, কিউবার নিজেকে উন্মুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ও পশ্চিমা দেশের মধ্যে আমরাই প্রথম তাদের পাশে দাঁড়াতে চাই।

ওলাঁদে বলেন, কয়েক দশকের অবরোধ শিথিলের কারণে কিউবার সমস্যাসঙ্কুল অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে ওলাঁদ সাক্ষাৎ করবেন। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। কিন্তু ফিদেল কাস্ট্রোর সঙ্গে ওলাঁদের সাক্ষাতের বিষয়টি হাভানা থেকে নিশ্চিত করা হয়নি।

একে/আরআইপি