‘ভুল ও বিকৃত ব্যাখ্যার কারণে মানুষ দুর্ভোগের সম্মুখীন’
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ‘মানবজীবন সম্পর্কে বহু প্রশ্নের ভুল ও বিকৃত ব্যাখ্যার কারণেই বর্তমান মানব সমাজ চরম দুঃখ-দুর্দশা, বিপথগামিতা ও দুর্ভোগের সম্মুখীন।’
রোজায় কোরআন তেলাওয়াতের এক মাহফিলে তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠা, সহযোগিতা ও ভালোবাসার পরিবেশ সৃষ্টির জন্যই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আজ আমরা বিশ্বজুড়ে যুদ্ধ, রক্তপাত, নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও বিপথগামিতা দেখতে পাচ্ছি। এটি একটি ভয়াবহ বিপর্যয়।’
তিনি এ বিপর্যয় থেকে মানব সমাজকে রক্ষার জন্য কুরআনের দিকনির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘দুঃখজনকভাবে অন্যান্য সমাজ ও জনগোষ্ঠীর মতো সারাবিশ্বের মুসলিম সমাজও কঠিন বিপর্যয় ও সংকটের সম্মুখীন এবং বেশকিছু মুসলিম দেশ সৌদি সরকারের মতো অযোগ্য লোকদের হাতে রয়েছে।’
তিনি বলেন, ‘কোনো কোনো দেশের ধারণা শত্রুদের হাতে বিপুল অর্থ তুলে দিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারবে। সৌদি আরবের কাছ থেকে আমেরিকা ব্যাপক সুবিধা নিলেও তাদের সম্পর্কে কোনো আন্তরিকতা নেই এবং খোদ মার্কিনরাই সৌদি আরবকে দুধের গাভী মনে করে যতটা সম্ভব দুধ দোহন করার কথা বলেছেন এবং শেষ পর্যন্ত জবাই করবেন।’
আরএস/এমএস