ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৩
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার সকালে বাগদাদের হুরিয়া স্কয়ারের একটি আইসক্রিমের দোকানের সামনে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিএনএন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রক্ত আর মানুষের দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। শিয়াদের জমায়েত লক্ষ করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সি।
গাড়িবোমা বিস্ফোরণ এবং রাস্তায় বোমা পেতে রাখা বাগদাদে নতুন কোনো ঘটনা নয়। চলতি বছরে আইএসের বেশ কয়েকটি হামলায় বহু মানুষ নিহত হয়েছে।
গত শনিবারও এক আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা রক্ষী নিহত হন।
এর আগে ২০১৬ সালের রমজানে রাজধানী বাগদাদে আইএসের ট্রাকবোমা হামলায় শতাধিক লোক নিহত হয়েছিলেন।
কেএ/এনএফ/এমএস