ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রেমে ব্যর্থ হয়ে ‘জঙ্গি’

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৯ মে ২০১৭

গেল শনিবার ভারতের দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামার ত্রাল এলাকাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসী সাবজার আহমেদ ভাট। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়েব প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে যাওয়ার পরই সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িয়ে পড়েন সাবজার।

একই এলাকার নিহত আরেক জঙ্গি বুরহান ওয়ানির ঘনিষ্ট ছিলেন সাবজার।

২০১৫ সালে বুরহানের ভাই খালিদ নিহত হওয়ার পর পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে সন্ত্রাসের খাতায় নাম লেখান সাবজার।

পুলিশ বলছে, চলতি মাসে তাকে সংগঠনের নতুন কমান্ডারের দায়িত্বও দেয়া হয়।

ত্রালের জঙ্গলে অস্ত্র চালনায় প্রশিক্ষণ নেন সাবজার। তবে সীমান্ত পেরিয়ে তিনি কখনও পাকিস্তানে যাননি।

পুলিশ বলছে, সংগঠনের হয়ে লোক সংগ্রহের বড় দায়িত্ব ছিল সাবজারের। তবে ওয়ানির মতো সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি ব্যবহার করতেন না।

এনএফ/আরআইপি

আরও পড়ুন