বন্যাকবলিত শ্রীলঙ্কায় আরও বৃষ্টির আশঙ্কা
ভয়াবহ বন্যার কবলে পড়া শ্রীলঙ্কার আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার বন্যার পানি কিছুটা কমলেও বহু গ্রাম এখনও পানির নিচে। বন্যায় এখনও পর্যন্ত ১৬৪ জন নিহত হওয়ার খবর রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ ছাড়া ঘরছাড়া হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। কর্মকর্তারা বলছেন, নিখোঁজ রয়েছেন ১০৪ জন।
ভয়াবহ বন্যার পর ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে দেশটিতে। ত্রাণ নিয়ে পৌঁছেছে ভারত নৌবাহিনীর দু’টি জাহাজ।
২০০৩ সালের পর এ বন্যাকেই সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। সেবার বন্যায় ২৫০ জন নিহত হয়েছিলেন।
এবারের বন্যায় যত প্রাণহানি হয়েছে তার বেশিরভাগই হয়েছে ভূমিধসের কারণে। বিবিসি।
এনএফ/আরআইপি