ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত : নিহত ২

প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১১ মে ২০১৫

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কাগায়ান প্রদেশে রোববার রাতে ঘূর্ণিঝড় নউল ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে আঘাত হানে। টাইফুন নউলের আঘাতে এ পর্যন্ত দু`জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।  

পুর্বাভাস অনুযায়ী স্থানীয়দের আগেই সরিয়ে ফেলায় এতে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে সেখানে ভূমিধসের এবং ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বিচ্ছিন্ন হয়ে গেছে কাগায়ানসহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন বিভিন্ন প্রদেশের অন্তত আড়াই হাজার মানুষ। বন্ধ রয়েছে ফেরী চলাচলও।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুনটি তাইওয়ান এবং জাপানের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার নাগাদ এটি দূর্বল হয়ে যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এআরএস/এমএস