সৌদিতে দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন
সৌদিতে পাঁচ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮১ জন। এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে বাংলাদেশ এবং ভারতের নাগরিক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি গেজেট।
স্থানীয় সময় শুক্রবার রাতে মদীনার কাশিম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাসগুলো পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল।
কাশিম প্রদেশে সৌদির রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মেদ আল হাম্মাদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মদীনা থেকে ছয়টি এবং হেইল থেকে পাঁচটি দল উদ্ধারকাজে যোগ দেয়।
পাঁচটি বাসে মোট ২শ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার