ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে দুর্ঘটনার কবলে ৫ বাস, নিহত ৬

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৮ মে ২০১৭

সৌদিতে পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮১ জন। কাসিম সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল তামিমি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাতে মদীনার কাশিম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সৌদি গ্যাজেটের।

আল কাশিম প্রদেশের রাজধানী বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরের জাবাল তামিয়াহর সাকরিয়াত কাবরা ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাকবলিত বাসগুলো পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল।

নিহতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং অন্য দেশের নাগরিকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাশিম প্রদেশে সৌদির রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মেদ আল হাম্মাদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মদীনা থেকে ছয়টি এবং হেইল থেকে পাঁচটি দল উদ্ধারকাজে যোগ দেয়।

পাঁচটি বাসে মোট ২শ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

টিটিএন/এমএস

আরও পড়ুন