ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধসে নিহত ১০০

প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৭ মে ২০১৭

শ্রীলঙ্কায় মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত একশ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯৯ জন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, দক্ষিণ ও পশ্চিম শ্রীলঙ্কার অন্তত ২ লাখ ৩৮২ জন এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শ্রীলঙ্কার এই দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কার সেনাবাহিনীর উদ্ধারকারী নৌকা ও হেলিকপ্টার বহরের সঙ্গে যোগ দেবে নয়াদিল্লির এই জাহাজ।

২০০৩ সালের পর শ্রীলঙ্কায় বন্যা পরিস্থিতি এবারই ভয়াবহ আকার ধারণ করেছে। ওই সময় শক্তিশালী বন্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হয় কমপক্ষে ২৫০ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বাজিরা আবেইওয়ার্দেনা বন্যা আরো চরম আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন