ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পোশাক পুড়িয়ে আফগান গায়িকার প্রতিবাদ

প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৬ মে ২০১৭

আফগানিস্তানে ধর্মীয় নেতাদের সমালোচনার মুখে পোশাক পুড়িয়েছেন এক গায়িকা। পোশাক পুড়ানোর দৃশ্য তিনি ফেসবুকে পোস্ট করে সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন।

প্যারিসে গত ১৩ই মে এক কনসার্টে আঁটসাঁট পোশাক পরে গান করেছিলেন আফগান গায়িকা এবং টিভি ব্যক্তিত্ব আরিয়ানা সাঈদ। তারপর থেকেই আফগানিস্তানে তাকে নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা আর নিন্দা।

বিশেষ করে আফগান ধর্মীয় নেতারা তার পোশাক নিয়ে উঠেপড়ে লাগেন। তারা বলেন, আরিয়ানার পোশাক অনৈসলামিক এবং আফগান সংস্কৃতির বিরোধী।

সমালোচনার মুখে তাই নিজের পোশাকটি পুড়িয়ে দেন আরিয়ানা। তারপর পোড়ানোর ভিডিও ফেসবুকে পোস্ট করেন তিনি। তবে পোশাক পুড়িয়ে দিলেও ক্ষোভ চেপে রাখতে পারেননি এই শিল্পী।

ফেসবুকে ১৬ লাখ ফলোয়ারকে লক্ষ্য করে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনারা যদি মনে করেন আফগানিস্তানের একমাত্র সমস্যা পোশাক, তাহলে আমি তা পুড়িয়ে দিচ্ছি।’

আরিয়ানা সাঈদ আফগানিস্তানে খুবই জনপ্রিয়। তিনি নিজেই গান লিখে তা গান। কাবুলে টোলো টিভিতে তিনি সঙ্গীত প্রতিভা খোঁজার একটি অনুষ্ঠানের বিচারকও।

পোশাক পোড়ানোর এই ঘটনায় সামাজিক মাধ্যমে কেউ তাকে সমর্থন করছেন আবার কেউ বিরোধীতাও করছেন।
একজন লিখেছেন, আমরা জানি নারীর নগ্নতা ইসলামে নিষিদ্ধ, তিনি ভুল করেছিলেন।

আরিয়ানার পক্ষ নিয়ে একজন বলেছেন, তার উচিৎ ছিলো সমালোচকদের মুখে আগুন দেয়া।

আরিয়ানা সাঈদ লিখেছেন, ‘আমি বলতে চাই অন্ধকার যুগে যাদের বসবাস তাদের চাপে আমি এ কাজ করিনি, আমি শুধু আমাদের সমাজের প্রধান ইস্যুগুলোতে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছি।’

টিটিএন/পিআর

আরও পড়ুন