ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় নিহত ৩৫

প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৬ মে ২০১৭

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা (এসওএইচঅার) জানিয়েছে, বৃহস্পতিবার দেইর আজ জোর প্রদেশের মায়েদিন এলাকার কয়েকটি ভবনে সিরিজ হামলা চালানো হয়েছে।

এসওএইচঅারের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৬ জনই আইএস যোদ্ধা। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। নিহতরা সিরিয়া এবং মরক্কোর নাগরিক। নিহত অন্য নয়জন সিরিয়ার বেসামরিক নাগরিক। তাদের মধ্যে পাঁচজনই শিশু।

এসওএইচঅার এর মতে, দু’দিনের অভিযানে মায়েদিনে মোট ৫০ জন লোক নিহত হয়েছে। কারণ, এর আগে মার্কিন জোটের অভিযানে গত বুধবার ১৫ জন নিহত হয়েছিল।

সংস্থাটি বলছে, মার্কিন জোটের বিমান হামলায় ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত মোট ২২৫ জন নিহত হয়েছে। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর সিরিয়ায় বোমা হামলার ঘটনার পর এটাই সবচেয়ে বেশি নিহতের সংখ্যা।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, গত মার্চে মসুলে বিমান হামলায় ১০৫ জন নিহত হয়েছে।

কেএ/টিটিএন/এমএস

আরও পড়ুন