ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ম্যানচেস্টার হামলা : ছবি ফাঁসের নিন্দা ট্রাম্পের

প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৬ মে ২০১৭

যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় হামলা সংশ্লিষ্ট কিছু ছবি ও তথ্য মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি বড় ধরনের সমস্যা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসি।

যুক্তরাজ্যের অনুমতি ছাড়াই সোমবার রাতের হামলার ছবি ও হামলাকারীর নাম মার্কিন গণমাধ্যম প্রকাশ করেছে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ছবিগুলোতে বিস্ফোরিত বোমার একটি রক্তমাখা টুকরা ও বোমাটি লুকিয়ে নিতে যে ব্যাগ ব্যবহার করা হয়েছিল তা দেখা গেছে। এ নিয়ে ব্রিটিশ পুলিশ ও সরকারি কর্মকর্তারা ট্রাম্পের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।

পরে ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছানোর পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তথ্য ফাঁসের এ রকম ঘটনা দীর্ঘ সময় ধরে চলছে। মার্কিন বিচার বিভাগকে এ ব্যাপারে তদন্তের অনুরোধ জানানোর আশ্বাস দেন তিনি। এ ছাড়া দোষীদের বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

Flowers

যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের চেয়ে আর কিছু কাম্য নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সোমবার রাতের ওই হামলার স্থানের ১৬ মাইল দূরের কিছু বিষয় নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্যের পুলিশ। হামলার পর কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। বোমা নিষ্ক্রিয়কারী সংস্থাও জরুরি ভিত্তিতে কাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অবরুদ্ধদের বাড়ি ফিরে যেতে সহায়তা করা হয়েছে।

মার্কিন পপ সংগীত শিল্পী অ্যারিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে ওই হামলা চালানো হয়। সোমবার রাতে সালমান আবেদি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে ২২ জন প্রাণ হারান এবং আহত হন আরও ১১৬ জন।

ইতোমধ্যে ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

কেএ/এনএফ/এমএস

আরও পড়ুন