ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বাজারে প্রবৃদ্ধির পুনরুদ্ধার

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ মে ২০১৫

গত এপ্রিলে দুই লাখ ২৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্চের হতাশাজনক চিত্রের পর এপ্রিলে বেকারত্বের হার কমে ৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। সে সময়ে কেবল ৮৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছিলো। ২০১২ সালের জুনের পর থেকে এটিই কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে নিম্নহার। এর আগে ২০১২ সালের এপ্রিলে দেশটিতে মাত্র ৩৯ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বাজারে প্রবৃদ্ধির পুনরুদ্ধার হয়েছে গত মাসে। এ সময়ে দেশটির বেকারত্বের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন ৫ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। এর ফলে দেশটির অর্থনীতিতে শীত মৌসুমের মন্দা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দূর হলো। তবে কর্মসংস্থানে প্রবৃদ্ধি হলেও মজুরি বৃদ্ধিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। খবর রয়টার্স।

রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের যুক্তরাষ্ট্রবিষয়ক অর্থনীতিবিদ গাই বারজার বলেন, আমরা মার্চের তুলনায় এপ্রিলে ভালো ফলাফল প্রত্যাশা করছিলাম এবং তা পেয়েছিও। তবে মজুরি বৃদ্ধিতে এখনো ইতিবাচক পরিবর্তন আসেনি।

তবে ২০১৪ সাল থেকেই দেশটির কর্মসংস্থান ইতিবাচক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত গড়ে প্রতি মাসে দুই লাখ ৪৩ হাজারের মত নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তবে কর্মীদের পেশাগত অবস্থানে উন্নতি লাভে স্থবিরতা চলছে। বেকারত্বের হার কমে যাওয়ায় অনেক অর্থনীতিবিদই আশা করছেন অচিরে মজুরিও বৃদ্ধি পাবে।

এপ্রিলে ঘণ্টাপ্রতি গড় মজুরি শূন্য দশমিক দুই শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেলেন বিশেষজ্ঞরা। মন্দা পরবর্তী সময় থেকে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে এটিকে ইতিবাচক সংকেত বলেই ধরে নেয়া হচ্ছে। তবে বাস্তবে এপ্রিলে ঘণ্টাপ্রতি গড় মজুরি বেড়েছে শূন্য দশমিক এক শতাংশ এবং বার্ষিকভাবে দুই দশমিক দুই শতাংশ।

মজুরির হারে স্থবিরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বল রূপ ফুটে উঠছে বলে মনে করছেন প্রেসিডেন্ট ওবামার অর্থনৈতিক নীতিমালার রক্ষণশীল সমালোচকরা।

তবে বেকারত্বের হার হ্রাস, কর্পোরেট মুনাফার ঊর্ধ্বগতি ও রমরমা শেয়ার বাজার সার্বিকভাবে বর্তমান অর্থনীতির ইতিবাচক দিকগুলোও তুলে ধরছে।

বিএ/আরআইপি