ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্যাংককে হাসপাতালে বোমা বিস্ফোরণ : আহত ২৪

প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ মে ২০১৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৪ সালের এই দিনে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। সোমবার সামরিক অভ্যুত্থানের তিন বছর পালনকালেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটল দেশটিতে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় টিভি স্টেশন টিএনএন২৪ জানিয়েছে, কিং মংকুট হাসপাতালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গেস্ট হাউসেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, এটা ছিল বোমা হামলা। তারা বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে যেসব জিনিস উদ্ধার করেছেন সেগুলো বোমা তৈরিতে ব্যবহার করা হয়।

এখন কর্তৃপক্ষ হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখবে। সরকারি মুখপাত্র সানসার্ন কাওয়েকামনার্ড জানিয়েছেন, বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

টিটিএন/এমএস

আরও পড়ুন