দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে রুহানি
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। গণনা করা ২৬ মিলিয়ন ভোটের মধ্যে ১৪.৬ মিলিয়ন ভোট পেয়েছেন তিনি। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
তবে রুহানির প্রতিদ্বন্দী ইব্রাহীম রাইসি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। তার দাবি, আইন অমান্য করা রুহানির সমর্থকরা নির্বাচনী কেন্দ্রে গুজব ছড়িয়েছেন।
৭০ শতাংশ ভোট প্রদানের লক্ষ্যে পাঁচ ঘণ্টা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনে মোট ৪০ মিলিয়ন ভোট পড়েছে।
স্থানীয় সময় ২টায় নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। নির্বাচন কর্মকর্তা আলী আসগর আহমাদি এ তথ্য জানিয়েছেন।
কেএ/এনএফ/জেআইএম