ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিবিয়ায় বিমান ঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০

প্রকাশিত: ০৬:০৯ এএম, ২০ মে ২০১৭

লিবিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে ঠেকেছে। বার্ক আল শেঠি বিমান ঘাঁটিতে বৃহস্পতিবারের হামলায় প্রথমে ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। খবর বিবিসির।

এ ঘটনায় লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের প্রতিরক্ষামন্ত্রী আল মাহদি আল বারঘাতি ও সেনাবাহিনীর প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ফয়েজ আল-সাররাজের কার্যালয় থেকে হামলার আদেশ দেয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শহরের মেয়র জানান, কয়েকটি বিমানে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমাদ আল-মেসমারি  বলেছেন, নিহতদের বেশিরভাগই স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির সৈনিক। তারা সামরিক কুচকাওয়াজ শেষ করে ফিরছিলেন। তাদের কাছে অস্ত্রও ছিল না। তাদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছে।

লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত মার্টিন কবলার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

কেএ/এনএফ/আরআইপি

আরও পড়ুন