যোগ্য প্রধানমন্ত্রী বেছে নেয়াই ম্যাক্রোঁর প্রথম কাজ
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এটা ম্যাক্রোঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। খবর বিবিসির।
আগামি মাসে পার্লামেন্ট নির্বাচনে ভালো করার জন্য তাকে পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার গ্রহণ করতে হবে। এরপর তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সঙ্গে সাক্ষাতের জন্য দেশটিতে সফর করবেন।
এরই মধ্যে ৩৯ বছর বয়সী সাবেক এই ব্যাংকার ও অর্থমন্ত্রী ম্যাক্রোঁ গত রোববার এলিজে প্যালেসের একটি অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে জনগণের উদ্দেশে তিনি বলেন, ফ্রান্সের শক্তির কখনো পতন হবে না। আমরা এটাকে আরও সুদৃঢ় করতে যাচ্ছি।
প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ সে বিষয়ে কিছু বলেননি ম্যাক্রোঁ। এমনকি তিনি কারো নামও প্রকাশ করেননি। তবে লে হাভরের মেয়র এডওয়ার্ড ফিলিপকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তবে নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দলের সদস্য নন ফিলিপ।
কেএ/টিটিএন/পিআর