ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এলিয়েন`র প্রমাণ দিলো রোসওয়েল স্লাইড (ভিডিও)

প্রকাশিত: ১১:৫০ এএম, ০৬ মে ২০১৫

এলিয়েনদের উপস্থিতি প্রমাণ করতে প্রকাশিত হলো রোসওয়েল স্লাইড। ১৯৪৭ সালে রোসওয়েলের কাছে এক ক্র্যাশ হয়ে যাওয়া স্পেসক্রাফ্টে নাকি পাওয়া গিয়েছিল হিউম্যানয়েড এলিয়েন। সেই এলিয়েন মেক্সিকোতে প্রদর্শন করা হলো গোটা বিশ্বের সামনে। গত কয়েক মাস ধরে রোসওয়েল স্লাইড জনসাধারণের সামনে আনার জন্য অপেক্ষায় ছিলনে ইউএফও-র বিজ্ঞানী। এই স্লাইড সামনে আনবে এরিয়া ৫১ ক্রাশের সত্যতাও।

চাঁদের মাটিতে পা রাখা মার্কিনি মহাকাশচারী ড. অ্যাডগার মিশেল কোডাক্রোম ফিল্মের এই স্লাইড প্রকাশ করেন। ওই স্লাইডেই রয়েছে মৃত এলিয়েনের ছবি। চল্লিশের দশকে রোসওয়েলে গবেষণায় থাকা এক ভূতত্ববিদ এই ছবি তুলেছিলেন বলে মনে করা হচ্ছে।

স্লাইডের ছবির সত্যতা নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও গবেষক অ্যান্টনি বারাগিলা স্লাইডের সমর্থনে বলেন, এই স্লাইডে সত্যিই ১৯৪৭ সালের একটি ঘটনা ধরা পড়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে। এই হিউম্যানয়েড কোনও বিকৃত মানুষ বা মমি নয়। এদেরকে পৃথিবীর মাটিতে দেখাও যায় না।

আইসবার্গের একমাত্র ট্রিপ রোসওয়েল। ১৯৪৭ সাল পর্যন্ত ৩০০টি ফ্লাইং সসারের বিতর্কিত ক্রাশ হয়েছিল পৃথিবীর মাটিতে।


আরএস/আরআইপি