ট্রাম্পকে আল্লাহর দাস বলে বিপাকে সৌদি সাধক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাবেন। এই সফরের আগে সৌদির এক ধর্মীয় সাধক ট্রাম্পকে ‘আল্লাহর দাস’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
সাদ বিন গোনিম নামের এ সাধক গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় ওই মন্তব্য করেন। মুসলমানদের প্রতি ট্রাম্পের মনোভাব পরিবর্তনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি।
সৌদি এই সাধক বলেন, ও আল্লাহ, ট্রাম্প আপনার একজন দাস। অাপনি তাকে এবং তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করুন। মুসলিমদের স্বার্থে তাকে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে তাকে পরিচালনা করুন এবং তাদের প্রতি নিপীড়ন দূর করুন।
প্রার্থনায় তিনি বলেন, তার মন্দ কাজ থেকে আমাদেরকে রক্ষা এবং তাকে সঠিক পথে পরিচালনা করুন। মিডল ইস্ট মনিটর বলছে, সৌদি এই সাধক টুইট বার্তাটি কিছুক্ষণের মধ্যে মুছে ফেলেছেন। কিন্তু মুহূর্তের মধ্যে এই টুইটের নিন্দা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক টুইট ব্যবহারকারী লিখেছেন, শয়তানও এমন মন্তব্য করতে লজ্জা পাবে।
সূত্র : নিউজ উইক।
এসআইএস/আরআইপি