শোনা গেল ভিনগ্রহবাসীদের ফিসফিস!
নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ড্যানিয়েল বাউম্যান একটি বেলুন পরীক্ষা চালিয়েছিলেন। আর সে পরীক্ষা থেকেই মিললো সম্পূর্ণ ভিন্ন এক জিনিস। পৃথিবীপৃষ্ঠের প্রায় ২২ মাইল ওপর থেকে রেকর্ডারে ধরা পড়লো অদ্ভুত কিছু আওয়াজ। ফিসফিসানির মতো এই ইনফ্রাসনিক সাউন্ড নিয়ে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছে নাসা। বুঝে উঠতে পারছে না এ কীসের শব্দ। তবে কি ধরা পড়া শব্দ ভিনগ্রহবাসীদের?
লাইভ সায়েন্স পত্রিকা সম্প্রতি এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে বাউম্যান বলেছেন, শব্দগুলো যেন কিছুটা এক্স ফাইলস-এর মতো শুনতে।
এই ইনফ্রাসাউন্ড শুধুমাত্র রেকর্ডিংয়ের প্লেব্যাক দ্রুত করে দিয়ে এবং ফ্রিকোয়েন্সি ২০ হার্জের নিচে নামালে শোনা সম্ভব হচ্ছে।
ইনফ্রাসাউন্ড আচরণগতভাবে প্রকৃতিতে অনেকদূর পর্যন্ত ছড়াতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ, যেমন, ভূমিকম্পের মতো ঘটনাতেও এধরণের শব্দ উৎপন্ন হয়। তবে নাসার বিজ্ঞানীরা বাউম্যানের ধারণ করা শব্দকে ঠিক এভাবে উৎপন্ন শব্দ বলে মেনে নিতে পারছেন না।
উল্লেখ্য, অ্যালিয়েন বা ভিনগ্রহবাসীদের অস্তিত্বকে কখনোই প্রত্যাখ্যান করেনি মহাকাশ গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান নাসা। বরং এ নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এসআরজে