দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আশাবাদী পাকিস্তান
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আশাবাদী পাকিস্তান। আগামী মাসে কাজাখস্তানে আয়োজিত ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে দু’দেশের সম্পর্কে বরফ গলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ।
দ্য নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সরতাজ আজিজ বলেছেন, ‘এখনই কিছু নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী মাসে কাজাখস্তানে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে বসতে আপত্তি নেই পাকিস্তানের। তবে দু’পক্ষের দায় থাকলে তবেই।’
সম্প্রতি ইসলামাবাদে নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতীয় শিল্পপতি সজ্জন জিন্দল। তারপর থেকেই মোদি-নওয়াজের বৈঠক নিয়ে জল্পনা চলছে। বিশেষজ্ঞদের ধারণা, মোদির বার্তা পৌঁছে দিতেই পাকিস্তানে গিয়েছিলেন জিন্দল।
দ্য নেশনকে দেওয়া বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে। শুধু ভারতই নয়, ইরান এবং আফগানিস্তানের সঙ্গেও বৈঠকে বসতে আগ্রহী ইসলামাবাদ।
গত বছর উরি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে তিক্ততা শুরু হয়। চরবৃত্তির অভিযোগে ভারতীয় এক নৌসেনার সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর দু’দেশের মধ্যে সম্পর্ক আরো অস্থিতিশীল হয়ে উঠেছে।
টিটিএন/পিআর