ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলার হুমকি

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১২ মে ২০১৭

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পান্ডুয়াভিত্তিক একটি সংগঠনের লেটার প্যাডে গত বুধবার এই হুমকি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে ২০ জন জিহাদি হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তারাই বাংলাদেশ মিশনে হামলা চালাবে।

এ দিকে হুমকি পাওয়ার পরই বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জানান ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।

দূতাবাস থেকে ফোন পেয়ে মুখ্যমন্ত্রীও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিশনের পাশ্ববর্তী স্থানগুলোতে যেকোন অস্বাভাবিক গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলেছেন। ইতিমধ্যেই মিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তবে হুমকির বিষয়ে শুক্রবার কলকাতার ডেপুটি হাই কমিশনারকে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। যদিও ডেপুটি হাইকমিশনেরই অন্য এক দায়িত্বশীল কর্মকর্তা জানান হুমকির বিষয়ে তার কিছু জানা নেই।

এনএফ/এমএস

আরও পড়ুন