সৌদির রাজকীয় অনুষ্ঠান প্রধানের পদেও পরিবর্তন
ক্রাউন প্রিন্স পদে পরিবর্তন আনার এক সপ্তাহের মধ্যেই রাজকীয় অনুষ্ঠান প্রধানের পদেও পরিবর্তন এনেছেন সৌদি বাদশা সালমান। সোমবার এক রাজকীয় ফরমান জারি করে এ পদে পরিবর্তন আনা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
খবরে বলা হয়, জারি করা ফরমানে মোহাম্মদ বিন আব্দেলরহমান আল-তুবাইশিকে তার পদ থেকে অপসারণ করে সেখানে খালেদ বিন সালেহ আল-আব্বাদকে নিয়োগ করা হয়েছে। তবে পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানায়নি এসপিএ।
গত বুধবার সৌদি সরকারের উচ্চপদে গুরুত্বপূর্ণ রদবদল করেন বাদশা সালমান। পারিবারিক প্রথা ভেঙে সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে সরিয়ে নিজের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে পরবর্তী ক্রাউন প্রিন্স মনোনীত করেন। বাদশা নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স করেন।
এএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার