ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চেন্নাইয়ে ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:০২ এএম, ০৮ মে ২০১৭

ভারতের চেন্নাইয়ের ভাদাপালানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটার দিকে একটি ভবনে আগুন লাগলে ভেতরে আটকা পড়েন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ওই ভবন থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

দমকল বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমরা সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। কিন্ত তাদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তির পর মারা গেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। ধোঁয়ার মধ্যে আটকা থাকার কারণে তাদের মৃত্যু হয়েছে।

দমকল কর্মকর্তাদের ধারণা, ভবনের পার্কিং এলাকায় বৈদ্যুতিক তারের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। ওই পরিবারটি চারতলা ভবনের দুইতলায় থাকতো।

ভবনের আরও নয়জন বাসিন্দা ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনের পার্কিংয়ে রাখা ১২টি স্কুটি আগুনে ভস্মীভূত হয়েছে।

কেএ/টিটিএন/পিআর

আরও পড়ুন