ভারতে আরও পাঁচ বাংলাদেশি গ্রেফতার
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেফতারের একদিন পর আরো পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কর্ণাটকের পুলিশ। রোববার কর্ণাটকের বেলাগাভি পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে বেলাগাভি পুলিশ। তারা হলেন, হাবিব উর শেখ, রাকিব উল শেখ, ইকরাম আবুল কায়ার, মোহাম্মদ মোল্লা ও ইব্রাহীম ইয়াকুব ইউসুফ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা বেলাগাভির মাংসের দোকানে কাজ করছিল।
এর আগে, শনিবার বেলাগাভি পুলিশ অবৈধ বাংলাদেশিদের ধরতে অভিযান শুরু করে। কয়েকদিন আগে পুনে থেকে মোহাম্মদ ব্যাপারি নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র বলছে, শহরে এক ট্রাভেল অ্যাজেন্ট গ্রেফতারকৃত বাংলাদেশিদেরকে আধার কার্ডসহ ভূয়া কাগজপত্র তৈরি করে দিয়েছিল।
সূত্র : দ্য হিন্দু।
এসআইএস/জেআইএম