ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হামাসের নতুন নেতা ইসমাইল হানিয়া

প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০৭ মে ২০১৭

সসস্ত্র ফিলিস্তিনি সংগঠন হামাসের দীর্ঘদিনের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসমাইল হানিয়াকে সংগঠনটির নতুন নেতা নির্বাচন করা হয়েছে। সিএনএন।

হামাসের শুরা কাউন্সিল খালেদ মেশালের স্থলাভিষিক্ত করলেন ইসমাইলকে।

হানিয়াও তার পূর্বসূরি মেশালের মতোই গাজার বাইরেই থাকবেন কি না সে বিষয়ে শুরা কাউন্সিল পরে সিদ্ধান্ত নেবে।  

এ সপ্তাহেই হামাস নতুন একটি নীতিমালা প্রকাশ করেছে যেখানে শর্তসাপেক্ষে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণায় তাদের সম্মতি দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ওই শর্তের বিষয়ে একমত।

সংগঠনটিন বিদায়ী নেতা মেশাল সিএনএনকে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে অতীতের ধারা থেকে বের হতে হবে  ট্রাম্পকে।

এনএফ/এমএস

আরও পড়ুন