ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে সাত বাংলাদেশিকে গ্রেফতার

প্রকাশিত: ১০:১৫ এএম, ০৬ মে ২০১৭

ভারতের কর্ণাটকের বেলাগাভি শহরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলাগাভি পুলিশ বলছে, গ্রেফতারকৃত বাংলাদেশিরা বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে অবস্থান করছিলেন।

শনিবার বিকেলে তাদেরকে কর্ণাটকের আদালতে তোলা হয়। পরে ছয়জনকে বিচারকের জিম্মায় ও একজনকে পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কয়েকদিন আগে পুনে পুলিশ মোহাম্মদ বেপারি নামে এক বাংলাদেশিকে বৈধ কাগজপত্র ছাড়াই ভ্রমণের সময় গ্রেফতার করে। পরে বেলাগাভি পুলিশ শহরে অভিযান শুরু করে। এ সময় ওই সাত বাংলাদেশিকে শহরের একটি মাংসের দোকান থেকে গ্রেফতার করে।

বেলাগাভি পুলিশের একটি সূত্র বলছে, শহরে এক ট্রাভেল অ্যাজেন্ট গ্রেফতারকৃত বাংলাদেশিদের জন্য আধার কার্ডসহ ভূয়া কাগজপত্র তৈরি করে দিয়েছিল।

সূত্র : দ্য হিন্দু।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন