আসামে তিন তালাকের শিকার নারীদের জন্য তহবিল
ভারতে তিন তালাকের শিকার মুসলিম নারীদের জন্য তহবিল গঠন করবে আসামের রাজ্য সরকার। এছাড়া তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও দেওয়া হবে। আসামের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, তালাকের শিকার সকল নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে; যাতে তারা লাভজনক কর্মসংস্থানের সুযোগ পায়। তবে তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের ক্ষেত্রে প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া হবে। কারণ, বেশিরভাগ মুসলিম নারীই তালাকের সময় তাদের স্বামীর কাছ তেমন কোনো সহায়তা পায় না।
তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের জন্য ভাতা প্রদানের সংশোধিত খসড়া জননীতির সুপারিশ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘খসড়া জনসংখ্যা এবং আসামের নারীর ক্ষমতায়ন নীতি।’
চলতি বছরের আগস্টের অধিবেশনে খসড়া নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি বিশ্ব শর্মা।
কেএ/টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার