ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৫৪ বছর একই হাসপাতালে চিকিৎসার পর মৃত্যু

প্রকাশিত: ১২:২১ পিএম, ০২ মে ২০১৭

ব্রিটেনের একটি হাসপাতালে ৫৪ বছর চিকিৎসাধীন থাকার পর দেশটির সাবেক সেনাসদস্য মারা গেছেন। দেশটির ইতিহাসে একই হাসপাতালে সবচেয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার রেকর্ড এটি বলে মনে করা হচ্ছে।

১৯৬২ সালে একটি ভাঙা পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন জেমস মরিস। অপারেশনের সময় হঠাৎ হার্ট অ্যাটাক করায় এরপর থেকে কখনই বাড়ি ফেরা হয়নি তার। তবে তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন। পরে তাকে নর্থ ল্যানার্কশায়ারের এয়ারদ্রির ওয়েস্টার মোফাত হাসপাতালে নেয়া হয়।

caters-longest

প্রবীণ এই সেনা মাত্র তিনটি শব্দ বলতে পারতেন; গত এপ্রিলে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। ৬২ বছর বয়সী তার ভাই কার্ল মরিস বলেন, ওয়েস্টার মোফাত হাসপাতাল কর্মীদের এক সদস্য বলেছেন, একটি হাসপাতালে এককভাবে দীর্ঘসময় ধরে জেমসের চেয়ে আর কেউ চিকিৎসা নেননি; জেমস মরিস মাত্র ২১ বছর বয়সে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কার্ল মরিস বলেন, বছরের পর বছর ধরে আমরা তার সঙ্গে যোগাযোগের উপায় খুঁজেছি। মানসিকভাবে সুস্থ থাকলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না তিনি।

তিনি বারবার মাত্র তিনটি শব্দ বলতেন। তার তিনটি ভালোবাসার শব্দ ছিল- বাড়ি, মদের দোকান ও ঘোড়া।

সূত্র : বিবিসি।

এসআইএস/পিআর

আরও পড়ুন