বেকারত্বে ‘বাড়ে’ মৃত্যুঝুঁকি
হার্ট ফেইলিওর সমস্যায় যার ভুগছেন বেকারত্বের কারণে তাদের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য দিয়েছে। ওই গবেষণায় বলা হয়েছে, এটা ডায়াবেটিস বা স্ট্রোকের ঝুঁকির চেয়েও ভয়াবহ।
মূল গবেষক ড. রাসমুস রোয়ার্থ বলছেন, কাজ না থাকার সঙ্গে হতাশা, মানসিক সমস্যার একটা সম্পর্ক রয়েছে। এমনকি আত্মহত্যারও একটা সম্পর্ক আছে।
১৫ বছরের মধ্যে হার্ট-সংক্রান্ত কেনো সমস্যায় ভুগেছেন এমন মানুষদের নিয়ে এ গবেষণা চালান হয়। এতে দেখা গেছে, সমস্যা শুরুর ১ হাজার দিনের মধ্যে গবেষণার আওতাভুক্ত বেকারদের ৩১ শতাংশ মারা গেছেন। একই সময়ে কাজে নিযুক্ত যারা ছিলেন তাদের মধ্যে ১৬ শতাংশ মারা গেছেন।
বয়স, লিঙ্গ, শিক্ষাসহ নানা ভাগে ভাগ করে গবেষণাটি করা হয়েছে এবং শেষ পর্যন্ত গবেষকরা দেখেছেন, হার্ট ফেইলিওরের শিকার বেকারদের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ বেশি।
এনএফ/জেআইএম