ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের রকেট হামলায় দুই ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ১০:৪৪ এএম, ০১ মে ২০১৭

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঘাঁটিতে পাক সেনাবাহিনীর রকেট হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। পুঞ্চের কৃষ্ণ ঘাটি লাইন অব কন্ট্রোলের কাছে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিএসএফ’র এক মুখপাত্র দেশটির জাতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেন, লাইন অব কন্ট্রোলের কাছে পাক সেনাবাহিনী সকাল সাড়ে ৮টার দিকে অতর্কিত ভারী গোলাবর্ষণ শুরু করে। কেজি সেক্টরের পাক সেনাসদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে রকেট নিক্ষেপ করেছে।

এতে আহত তিনজনের মধ্যে বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার মারা গেছেন। এছাড়া আহত অপর এক বিএসএফ জওয়ানের অবস্থা স্থিতিশীল রয়েছে; তবে তিনি শঙ্কামুক্ত।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডের এক বিবৃতিতে পাক সেনাবাহিনীর এ ধরনের অপ্রীতিকর হামলার জবাব যথাযথভাবে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।

গত বছর চিরবৈরী এ দুই দেশের সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে অন্তত ২২৮ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটে।

এসআইএস/এমএস

আরও পড়ুন