ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালের ভূমিকম্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০২ মে ২০১৫

গত শনিবারের (২৫ এপ্রিল) শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপাল। রাজধানী কাঠমান্ডুর বিশাল এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৯। এতে দারিদ্রপীড়িত পার্বত্য দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ এ দুর্যোগের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা জাগো নিউজের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো।

মৃতের সংখ্যা : সরকারি সূত্র মতে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে কেবলমাত্র নেপালেই ছয় হাজার ছয়শো ২১ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৩ জন। ভূমিকম্পে প্রতিবেশী দেশ ভারত ও চীনে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ভূমিকম্পের সময় তুষার ধসে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ১৮ পর্বতারোহীর মৃত্যু হয়।

নিহত এসব পর্বতারোহীর মধ্যে আমেরিকার দু’জন, অস্ট্রেলিয়ার একজন, জাপানের একজন ও চীনের একজন নাগরিক রয়েছেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানায়, ভূমিকম্পে ইইউর প্রায় এক হাজার নাগরিক নিখোঁজ রয়েছেন। এতে ইইউর সদস্যভূক্ত দেশের ১২ জনের মৃত্যুর খবর জানা গেছে।

জীবিত : জাতিসংঘ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে নেপালের প্রায় ৮০ লাখ লোক বা প্রায় চার ভাগের এক ভাগ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে প্রায় ২৮ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছেন। এদের মধ্যে ৩৫ লাখেরও বেশি লোকের খাদ্য সাহায্য প্রয়োজন হবে। ইউনিসেফ জানায়, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ১৭ লাখ শিশুর মানবিক সাহায্য প্রয়োজন।

সাহায্য : জাতিসংঘ জানায়, ভূমিকম্পের পর বিশ্বের ২২টি দেশ থেকে নেপালে আসা উদ্ধারকর্মীরা ত্রাণ প্রচেষ্টায় ব্যস্ত দিন কাটাচ্ছেন। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছয় কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এক্ষেত্রে ব্রিটেন দেড় কোটি ডলারের প্রতিশ্রতি দিয়েছে। যুক্তরাষ্ট্র এক কোটি ২৫ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের জরুরি তহবিল থেকে দেড় কোটি ডলার ছাড় করা হচ্ছে।

পুনঃনির্মাণ : নেপালে এ ভূমিকম্পের ঘটনায় এক লাখ ৬০ হাজার ৭৮৬টি ঘরবাড়ি ধ্বংস ও এক লাখ ৪৩ হাজার ৬৭৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ জানায়, ভূমিকম্পে চারটি জেলার সর্বোচ্চ ৯০ শতাংশ স্বাস্থ্য সেবা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৬ হাজার বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজনেস রিসার্চ কনসালটেন্সি আইএইচএস জানায়, এ ভূমিকম্পে নেপালে অবকাঠামো পুনঃনির্মাণে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের মোট জিডিপির প্রায় ২০ শতাংশ।

বিএ/আরআই