নেপালে নিখোঁজ ১ হাজার ইউরোপীয় পর্যটক
নেপালে বিধ্বংসী ভূমিকম্পের পর নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। এদের মধ্যে ১ হাজারেরও বেশি ইউরোপীয় পর্যটকও রয়েছেন। শুক্রবার দেশটির ইউরোপীয় প্রতিনিধিদের প্রধান এ তথ্য জানান।
নেপালে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত রেনসজি টেরিঙ্ক সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি না তারা কোথায় রয়েছে, কোথায় থাকতে পারে। তারা লাংটাং ও লুকলা এলাকায় ভ্রমণে ছিল।’
কাঠমান্ডুর উত্তরে অবস্থিত লাংটাং ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এভারেস্টসংলগ্ন লুকলাও বেশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রসঙ্গত, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা এ পর্যন্ত ছয় হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ১৪ হাজার। এরই মধ্যে দেশটির সামরিক বাহিনী আশঙ্কা প্রকাশ করেছে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াতে পারে।
এআরএস/পিআর