ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেসিডোনিয়ার সংসদে মারামারি

প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৮ এপ্রিল ২০১৭

তালাত জাফরি নামে এক আলবেনীয়র সংসদের স্পিকার হওয়াকে কেন্দ্র করে মারামারি হয়ে গেছে মেসিডোনিয়ার সংসদে। বিবিসি।

এতে সোশ্যাল ডেমোক্রেটিক লিডার জোরান জায়েভসহ ১০ জন আহত হয়েছেন। জোরানের রক্তাক্ত মুখের একটি ছবিও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে।

Macedonian

মূলত নতুন নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুভস্কির দল ভিএমআরও’র সমর্থকরাই সংসদের এ কাণ্ড ঘটিয়েছেন।

তালাত জাফরিকে স্পিকার নির্বাচিত করার প্রতিবাদ থেকেই মূলত সংসদে মারামারির এ ঘটনা ঘটলো।

Macedonian

মুখোশধারী ২শ জন এতে সংসদে মারামারিতে অংশ নেন। পরে পুলিশের সহায়তায় সংসদ থেকে বেরিয়ে যান সংসদ সদস্যরা।

ঘটনার নিন্দা জানিয়েছে মেসিডোনিয়ার মার্কিন দূতাবাস।

কেএ/এনএফ/এমএস

আরও পড়ুন