কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা, নিহত পাঁচ
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপয়ারায় লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখার কাছে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত হয়েছেন দুই হামলাকারীও।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা ক্যাম্পে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। প্রায় চার ঘণ্টা সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ধরন দেখে মনে করা হচ্ছে তাদের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল।
অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ক্যাম্পটি একটি আর্টিলারি বেস বলেও জানানো হয়।
গত বছর পাকিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের হামলায় উরির সেনা ক্যাম্পে ১৯ জন সেনা নিহত হয়েছিলেন। ওই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।
কেএ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা