ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আকাশেই পুড়ছে রাশিয়ার মহাকাশযান!

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

পৃথিবীর যেকোনো সময়, যেকোনো জায়গায় আছড়ে পড়তে পারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা রাশিয়ান মহাকাশযান। এমন খবরে আঁতকে উঠেছিল সারা দুনিয়া। শেষ অবধি স্বস্তির নিঃশ্বাস ফেলবে পৃথিবীবাসী। কানাডার জ্যোর্তিবিজ্ঞানী ক্রিস হ্যাডফিল্ড দাবি করেছেন, রাশিয়ান মহাকাশযান ৯০ ডিগ্রি ঘুরে পৃথিবীর বিপরীত দিকে অবস্থান নিয়েছে। তিনি আশা করেন, আগামী ৫ থেকে ৭ মে-র মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে চালকবিহীন রাশিয়ান মহাকাশযানটি।

৩০ এপ্রিল, ক্রিস হ্যাডফিল্ড টুইট করে জানান, শেষ খবর পর্যন্ত পৃথিবীর অভিমুখে যাত্রাপথে রাশিয়ান মহাকাশযান ৯০ ডিগ্রি ঘুরে যায়। জ্বালানি লাইন লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে ৫ থেকে ৭ মে-র মধ্যে মহাকাশেই নিশ্চিহ্ন হয়ে যাবে।

বুধবার নাসার তরফ থেকে জানানো হয়, খাদ্য-পানীয়-জ্বালানি ছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ৬ হাজার পাউন্ডের চালকবিহীন রাশিয়ান মহাকাশযানটি হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোনোভাবে নিয়ন্ত্রণে আনার সম্ভব হচ্ছে না।

বিজ্ঞানীরা আশঙ্কা করছিলেন, যেকোনো সময়, যেকোনো জায়গায় এটি আছড়ে পড়তে পারে। তবে, নিয়ন্ত্রণ হারানো মহাকাশযানটি ঠিক কোথায় গিয়ে পড়বে, তা আগাম বুঝে উঠতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে মঙ্গলবার পাড়ি দেয় এম-২৭-এম নামে ওই মহাকাশযানটি। সেখানে থাকা মহাকাশচারীদের জন্য প্রয়োজনীয় খাদ্য-পানীয়-জ্বালানি ছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যাচ্ছিল। কিন্তু, যান্ত্রিক কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মহাকাশযানটির সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিএ/পিআর