রিজার্ভ চুরি : ফিলিপাইনের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি)সাবেক এক ব্যবস্থাপক ও রেমিট্যান্স ফার্ম ফিলরেম সার্ভিস করপোরেশনের কয়েক মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সম্প্রতি ওই কর্মকর্তাদের বিরুদ্ধে রিজার্ভ চুরির ঘটনায় মানি লন্ডারিং আইন লঙ্ঘন করায় অভিযোগ গঠন করেছে দেশটির বিচার বিভাগ।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন আরসিবিসির মাকাতি সিটির জুপিটার শাখার তৎকালীন ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো।এছাড়াও রয়েছেন দেগুইতোর সহযোগী হিসেবে ওই ব্যাংকের আমানতকারী মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ, জেসিস ক্রিস্টোফার এম ল্যাগরোসাস, আলফ্রেড সান্তোস বারগারা ও এনরিকো তিওদেরো বাসকুইজ।তাদের বিরুদ্ধে দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের আটটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মানি লন্ডারিং আইন লঙ্ঘনের চারটি অভিযোগে ফিলরেম সার্ভিসের মালিক সালুদ আর বাতিসতা, মাইকেল এস বাতিসতা ও এন্থনি সি পেলেজোর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের অনুকূলে।
ঘটনাটি জানাজানি হলে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়।পরে মাত্র দেড় কোটি ডলার ফেরত পাওয়া গেলেও বাকি অর্থ এখনো ফেরত পাওয়া যায়নি।
পরবর্তীতে ওই ঘটনায় দেশটির পার্লামেন্ট তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) বিচার বিভাগের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে।
এসআর/জেআইএম