ইমরান খান তরুণদের নেতা হতে পারেন না : জারদারি
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ‘তরুণদের নেতা হতে পারেন না’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সোমবার দেশটির খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মারদানে এক জনসমাবেশে তিনি ইমরান খানের সমালোচনা করে ওই মন্তব্য করেন।
পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, তিনি (ইমরান খান) নিজেকে তরুণদের নেতা হিসেবে দাবি করেন। তিনি কীভাবে তরুণদের নেতা হতে পারেন? তিনি আমার চেয়েও বয়স্ক। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও নিজের ছেলেকে তরুণ নেতা হিসেবে দাবি করে জারদারি বলেন, তরুণদের নেতা হচ্ছেন বিলাওয়াল।
আসিফ আলী জারদারি বলেন, তিনি (ইমরান) বরং খাইবার পাখতুন খাওয়ার একজন নেতা হিসেবে কাজ করতে পারেন।
দেশটির সুপ্রিম কোর্টে পানামা পেপারস কেলেঙ্কারি মামলার জেরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে পিপিপি। একই দাবিতে আন্দোলনে নেমেছে ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই।
জারদারির বিরুদ্ধে রাজনৈতিক ভীতি নিয়ে সিন্ধ প্রদেশ শাসনের অভিযোগ এনে ইমরান খান বলেছেন, আসিফ জারদারি, আমি আসছি।
সিদ্ধ প্রদেশের জনগণের প্রতি দেশটির সাবেক এই প্রেসিডেন্টের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে ইমরান খান বলেন, সর্বত্রই জারদারির সম্পত্তি আছে। তিনি কি আপনাদের দুঃখের প্রতি সহানুভূতিশীল?
সূত্র : ডন।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা