ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তিন বাংলাদেশিকে গ্রিস থেকে তুরস্কে ফেরত

প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৩ এপ্রিল ২০১৭

ইউরোপে প্রবেশের চেষ্টায় থাকা ৩ জন বাংলাদেশিসহ ৬০ অবৈধ অভিবাসীকে গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে।

দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স কর্মকর্তারা এ অভিবাসীদের তুরস্কের হাতে তুলে দিয়েছে। ইউরোপে অভিবাসীর প্রবাহ কমিয়ে আনার জন্য ইউরোপ ও তুরস্কের মধ্যে যে চুক্তি রয়েছে তার আওতায় এই অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়াও ৫৬ পাকিস্তানি ও ১ জন নেপালিও রয়েছেন।

এনএফ/পিআর

আরও পড়ুন