ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালে ধ্বংসস্তুপ থেকে তিন দিন পর জীবিত উদ্ধার

প্রকাশিত: ১০:৩১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ভূমিকম্পের তিন দিন পর (প্রায় ৮০ ঘণ্টা) কাঠমাণ্ডুর একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে ঋষি কান্নাল নামের (২৮) এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নেপালি রাজধানী কাঠমান্ডুর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তুপ থেকে কান্নালকে উদ্ধার করে ফ্রান্সের উদ্ধারকারী দল। খবর এনডিটিভি।

খবরে বলা হয়, ধ্বংসস্তুপে আটকে থাকার সময় খাবার ও পানীয় ছাড়াই বেঁচে ছিলেন ঋষি। এ সময় সেখানে আরও তিন মরদেহও ছিল। ঋষি ওই সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আটকে ছিলেন। তাকে উদ্ধার করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে ফরাসি উদ্ধারকারীদের।

মঙ্গলবার কাঠমান্ডুর আরেকটি বিধ্বস্ত ভবন থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সুনীতা নামের ওই নারী কাঠমান্ডুর মহারাজগঞ্জের বসুন্ধরা ভবনের ধ্বংসস্তুপে ৫০ ঘণ্টা আটকা ছিলেন। মঙ্গলবার ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) তাকে উদ্ধার করে।

উল্লেখ্য, গত শনিবারের ভূমিকম্পে এ পর্যন্ত নেপালে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

এএইচ/আরআই