ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ডিমে তা দিয়ে বাচ্চা ফোটালেন ফরাসী শিল্পী (ভিডিও)

প্রকাশিত: ০৭:২৫ এএম, ২২ এপ্রিল ২০১৭

তিন সপ্তাহের চেষ্টায় অবশেষে মুরগির ডিমে ‘তা’ দিয়ে বাচ্চা ফুটাতে সক্ষম হলেন ফরাসী শিল্পী আব্রাহাম পয়েনশেভাল। বিচিত্র কাজের নেশায় মত্ত এই শিল্পী এর আগে এক সপ্তাহ পাথরের ভেতর এবং দুই সপ্তাহ একটি ভালুকের ভাস্কর্যের ভেতরে কাটিয়েছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, পয়েনশেভাল প্যারিসের প্যালাইস দে টোকিও’র অস্থায়ী জাদুঘরে ১০টি ডিমে নিজের শরীরের তাপ দিয়ে ফুটানোর কাজ শুরু করেছিলেন মার্চের শেষের দিকে। মুরগি ছাড়াই বাচ্চা ফুটানোর এ মিশনে কম্বল মুড়িয়ে বসে ছিলেন চেয়ারের ওপর; ডিমগুলো রেখেছিলেন চেয়ারের মাঝখানে একটি ঝুড়িতে।

egg

ডিম ফুটানোর এ মিশনের শুরুর দিকে আব্রাহাম ২১ থেকে ২৬ দিনের মধ্যে সফল হওয়ার প্রত্যাশা করেছিলেন। এর মাঝেই গত মঙ্গলবার প্রথম ডিম থেকে বাচ্চা ফুটেছে।

বৃহস্পতিবার জাদুঘরের এক মুখপাত্র বলেন, অন্য ৯টি ডিমও ফুটেছে। বাচ্চাগুলো ফার্মে নেয়া হয়েছে। দিনে খাওয়া-দাওয়ার কাজ সারতে মাত্র ৩০ মিনিটের জন্য তিনি চেয়ার ছেড়েছিলেন।

সূত্র : রয়টার্স।

এসআইএস/এমএস

আরও পড়ুন