অ্যাসাঞ্জকে গ্রেফতারের বিষয়টিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারের বিষয়টিকেই বেশি প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যাটর্নি জেনারেল জেফ সেশন বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন।
জেফ সেশনের কার্যালয় অ্যাসাঞ্জকে গ্রেফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর এ সম্পর্কে মুখ খুললেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাসাঞ্জের গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রাধান্যর বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে জেফ সেশন বলেন, ‘আমরা আমাদের প্রচেষ্টা শুরু করেছি। যে সব তথ্য ফাঁস হয়েছে তার বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি। সংবেদনশীল যে সব তথ্য ফাঁস হয়েছে তা নজিরবিহীন।’
তিনি আরো বলেন, ‘আমরা বহু বছর ধরে দেশের নিরাপত্তার বিষয়ে কাজ করে যাচ্ছি। যে সব তথ্য ফাঁস হয়েছে তাতে আমরা খুব অবাক হয়েছি। কারণ ফাঁস হওয়া কিছু তথ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ।’
যদি এ বিষয়ে কোনো মামলা করা যায় তবে কিছু মানুষকে জেলে পাঠানো যাবে বলেও উল্লেখ করেছেন জেফ সেশন।
কিছু গণমাধ্যম কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ ধরনের খবরে কোনো মন্তব্য করেনি বিচার বিভাগ।
টিটিএন/এমএস