ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘তিন তালাকে’র শিকার নারীদের জন্য যোগীর তহবিল

প্রকাশিত: ০৭:৩১ এএম, ২০ এপ্রিল ২০১৭

ভারতে তিন তালাক ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপিসহ একাধিক রাজনৈতিক দল। এ নিয়ে আগেই সরব হয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তবে শুধু প্রতিবাদ নয়, এবার ক্ষতিগ্রস্ত নারীদের সাহায্যে এগিয়ে এসেছে তার সরকার।

নির্যাতিতাদের সাহায্যের ক্ষেত্রে কোনও ভেদাভেদ রাখা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তিন তালাক ইস্যুতে এবার সুপ্রিম কোর্টেও যাচ্ছে উত্তর প্রদেশ সরকার। তার আগে সমাজের সর্বস্তরের মুসলিম নারীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে তাদের মতামত জেনে নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জীবন নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, সমাজের একটা বড় অংশ তিন তালাক নিয়ে নীরবতা বজায় রেখে চলেছেন। এরাও সমান দোষী। এটা এক ধরনের অপরাধ।

উত্তর প্রদেশের নারী সুরক্ষামন্ত্রী রীতা বহুগুনা যোশী সাংবাদিকদের বলেন, ‘তিন তালাক প্রথার ফলে ক্ষতিগ্রস্ত মুসলিম নারী ও ঘরোয়া নির্যাতনের শিকার হিন্দু গৃহবধূদের রানি লক্ষ্মী বাই সম্মান ফান্ডের মাধ্যমে সাহায্য করা হবে।’

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্যাতনের শিকার হলে কোনও ভেদাভেদ না করেই নির্যাতিতাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টিটিএন/পিআর

আরও পড়ুন